ঝিনাইদহে নারী মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে এক নারী মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা দিয়েছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও এক বছররের কারাদণ্ড দেন আদালত।

সাজাপ্রাপ্তের নাম লাভলী বেগম।

রোববার (২৭ মে) দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালের বিচারক মো. গোলম আযম এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১৮ এপ্রিল র‌্যাবের একটি টহল দল কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রাম থেকে ৪৪ বোতল ফেনসিডিলসহ লাভলী বেগমকে আটক করে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে লাভলী বেগমের নামে আদালতে চার্জশিট দেয়। দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য প্রমাণ শেষে দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

আজকের বাজার/একেএ