জেলায় আজ প্রশিক্ষণ প্রাপ্ত জাতীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে জেলা পর্যায়ের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মনিরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম। প্রধান আলোচক ছিলেন জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদুল্লাহ। সম্মেলনে ঝিনাইদহের ৬ উপজেলার দেড় শতাধিক প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম অংশ নেয়। সম্মেলনে বক্তারা, সমাজ থেকে জঙ্গীবাদ, মাদক, সন্ত্রাসসহ অপরাধ দূর করতে ইমামদের কাজ করার আহ্বান জানান। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান