ঝিনাইদহের মহেশপুরে সোমবার দিবাগত রাতে বন্দুকযুদ্ধে খোকন (৩০) নামে এক ডাকত নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলমের ভাষ্য, একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে বাকারা খাল এলাকায় অভিযান চালানো হয়। উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষায় গুলি চালালে এক পর্যায়ে খোকন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।
নিহত খোকনের বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা ছিল বলেও জানান ওসি রাশেদুল আলম।
আজকের বাজার/এমএইচ