ঝিনাইদহে নাশকতাবিরোধী বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ ৬৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৭টি ককটেল উদ্ধার করা হয়েছে।
গতকাল রবিবার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে জেলায় নাশকতার পরিকল্পনা করছিল বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। জেলায় নাশকতাবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলার ৬টি উপজেলা থেকে বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ ৬৯ জনকে গ্রেফতার করা হয়।
এদের মধ্যে সদর উপজেলায় ২০, শৈলকুপায় ১৫, হরিনাকুন্ডুতে ৫, কালীগঞ্জে ৫, কোটচাদপুরে ৭ এবং মহেশপুরে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আজকের বাজার: এমএম/সালি, ৫ ফেব্রুয়ারি ২০১৮