ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

Close up image of human hand holding cable

ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পর্শে রিফাত ফারদিন নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ( ১৯ জুলা্রই) রাত  ১০টার দিকে পোলট্রি খামারের তারে জড়িয়ে তিনি মারা যান।

রিফাত কালীগঞ্জ উপজেলার মহেশ্বরচাদা গ্রামের আশরাফুল ইসলামের বড় ছেলে এবং স্থানীয় মাহাতাব উদ্দীন ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

মহেশ্বরচাদা গ্রামের হেলাল উদ্দীন জানান, ‘রাতে  রিফাত ফারদিনের নিজেদের পোলট্রি ফার্মে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। রিফাত বিদ্যুৎ সংযোগ চালু করার জন্য কাজ করছিল। সে সময় বিদ্যুৎ ছিল না। কিন্ত হঠাৎ বিদ্যুৎ চলে এলে ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্টে তিনি মারা যান’।

এসএম/