জেলায় রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে আজ শনিবার ব্যবসায়ীদের সাথে পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের ফুড সাফারী রেষ্টুরেন্ট মিলনায়তনে এ সভার আয়োজন করে সদর থানা পুলিশ।
এতে পুলিশ সুপার (এসপি) মুনতাসিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি নাসিম উদ্দিন, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম মন্টু প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় ব্যবসায়ীরা আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জেলা ও উপজেলা শহরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি পুলিশি টহল বাড়ানোর দাবী জানান। সেই সাথে ব্যাংক ও ব্যাবসা প্রতিষ্ঠানে আর্থিক লেনদেনের সময় পুলিশের সহযোগিতা কামনা করেন।
ব্যবসায়ীদেরএমন দাবীর প্রেক্ষিতে পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, ঈদের আগে ও পরে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা ও সহযোগীতার আশ্বাস দেন। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান