ঝিনাইদহের পোড়াহাটিতে বুধবার সকালে মাইক্রোবাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন স্কুলছাত্রী তাসলিমা খাতুন ও রংমিস্ত্রি ইমামুল হক। তাসলিমা পোড়াহাটি গ্রামের আবুল কাসেমের মেয়ে এবং ইমামুল হক ঘোড়ামারা গ্রামের হুরমত আলির ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, ঢাকা থেকে ঝিনাইদহগামী একটি মাইক্রোবাস ঝিনাইদহ-মাগুরা মহাড়কের পোড়াহাটিতে পৌঁছালে মাইক্রোবাসের সামনের চাকা ফেটে যায়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারি অষ্টম শ্রেণির ছাত্রী তাসলিমা খাতুন, রংমিস্ত্রি ইমামুল হককে ধাক্কা দিয়ে সড়কের পাশের খাদে উল্টে যায়।
আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
আজকের বাজার/এমএইচ