চলমান মাদকবিরোধী অভিযানে ঝিনাইদহে ৩ মাদক ব্যবসায়ীসহ ৫৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২০ জুলাই) রাত থেকে শনিবার (২১ জুলাই) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, জেলাব্যাপী মাদক ও নাশকতা বিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ সদর থেকে ১৭, শৈলকুপা থেকে ১৮, হরিণাকুন্ডু থেকে ৫, কালীগঞ্জ থেকে ৫, কোটচাঁদপুর থেকে ৪ ও মহেশপুর থেকে ৬জনকে গ্রেফতার করা হয়েছে।
আজকের বাজার/একেএ