ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, অভিযানে কোটচাঁদপুর ও মহেশপুর থেকে ১৮ জন, কালীগঞ্জ থেকে ১১ জন, সদর থেকে ১০ জন, শৈলকুপা থেকে ৯জন ও হরিণাকুণ্ডু থেকে ৩ জনকে আটক করা হয়েছে।
এদিকে দেশের ৭ জেলার র্যাবের সঙ্গে বন্দুকযু্দ্ধে ৯ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
আজকেরবাজার/লাবনী