ঝিনাইদহের মহেশপুর উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই যুবকের নাম অসিম (২৬)। সে উপজেলার অনন্তপুর গ্রামের ইদু ফকিরের ছেলে
শুক্রবার (১ জুন) রাতে উপজেলার শ্যামকুড় নিন্দাপাড়ায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে নিন্দাপাড়ার কাবিলের বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কর জায়েদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে অসিমকে হত্যা করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রাসেল/