বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
ঝিনাইদহে সাপের কামড়ে ওঝার মৃত্যু
প্রকাশিত - এপ্রিল ২৮, ২০১৮ ৩:০৬ পিএম
ঝিনাইদহের মহেশপুরে বিষধর সাপের কামড়ে প্রাণ গেল এক ওঝার। শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান।
নিহত ওই ব্যাক্তির নাম আব্দুল্লাহ (৩৫)। তিনি মহেশপুর উপজেলার বগা গ্রামের বদর উদ্দিন ওরফে বুধোর ছেলে।
স্থানীয় ও মহেশপুর হাসপাতাল সূত্রে জানা যায়, আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে সাপ ধরা ও সাপে কামড়ানো রোগীদের চিকিত্সা দিয়ে আসছিলেন। শুক্রবার দুপুরে এক সংবাদ পেয়ে উপজেলার যোগিহুদা গ্রামে সাপ ধরতে যান। এ সময় ঐ বিষধর সাপ তাকে দংশন করে।
ঘটনাস্থলে তিনি নিজে ও তার সহযোগীরা ঝাড়ফুঁক দিয়ে বিষ নামানোর চেষ্টা করেন। তাতে কোনো কাজ না হলে তাকে মহেশপুর হাসপাতালে নেয়া হয়। মহেশপুর হাসপতালের চিকিত্সকরা তাকে যশোর মেডিকেল কলেজ হাসাপতালে রেফার করেন। আব্দুল্লার সাথে থাকা লোকজন যশোর মেডিক্যালে না নিয়ে আবারো ঝাড়ফুঁকের মাধ্যমে বিষ নামানোর চেষ্টা করে ব্যর্থ হন এবং সন্ধ্যায় তিনি মারা যান।
আজকের বাজার/একেএ/
Copyright © 2025 আজকের বাজার. All rights reserved.