ঝিনাইদহে ডাকাতদলের দায়ের কোপে সাইফুল ইসলাম (৩২) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৮ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে ।
সাইফুল টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসের মেডিকেল কোরের ল্যান্স-কর্পোরাল ছিলেন।ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের হাবিবুর রহমান হাবুর ছেলে তিনি।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর পেয়ে ঝিনাইদহ পুলিশ সুপার মিজানুর রহমান হাসপাতালে ছুটে যান। দ্রুত হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চালছে বলে জানান।
গত ৮ আগস্ট সাইফুল ইসলাম বাড়িতে আসেন। চলতি মাসের ২৭ আগস্ট কর্মস্থলে যোগদান করার কথা ছিল।।
নিহতের ভাই নৌবাহিনীর সদস্য মনিরুল ইসলাম জানান, সদর উপজেলার বংকিরা পুলিশ ক্যাম্প থেকে ঘটনাস্থল মাত্র সাতশ’ গজ দূরে। তিনি তার ভাইয়ের হত্যকারীদের শাস্তির দাবি জানান।
আজকের বাজার/এমএইচ