ঝিনাইদহ সদর উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (১১ জুলাই) সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে উপজেলার আমতলায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম তোয়াজ উদ্দিন (৬৫)। নিহত তোয়াজ উদ্দিন চর-মুরারীদহ গ্রামের মৃত মিয়াজান আলীর ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, সকালে আমতলা বাজার থেকে হেটে বাড়ি ফিরছিলেন তোয়াজ উদ্দিন। এসময় কুষ্টিয়া থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে পেছন দিক থেকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
আজকের বাজার/একেএ