ঝিনাইদহে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৬০০ গ্রাম হোরোইনসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৭ জুন) ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় ।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, আটককৃতরা হলেন- বাসচালক জামাল আক্তার, সুপার ভাইজার লাল্টু মণ্ডল, বাসচালকের সহতারী জাহাঙ্গীর আলম ও আমিরুল ইসলাম।
তিনি আরও জানান, কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের আল মিরাজ নামের একটি বাসে করে হেরোইন পাচারের খবর পান তারা। বাসটি আরাপপুর এলাকায় পৌঁছালে বাসে তল্লাশি চালিয়ে ৬০০ গ্রাম হোরোইন উদ্ধার করা হয়।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান,উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য আনুমানিক ৬০ লাখ টাকা ।
এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এসএম