ঝিনাইদহে ৮০ কেজি ওজনের গোলপাতা মাছের প্রদর্শনীর আয়োজন করেছেন আব্দুল মান্নান নামে এক মাছ ব্যবসায়ী।
রোববার (২২ জুলাই) সকাল থেকে মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছ বাজারে দর্শকরা এ মাছটি দেখতে ভিড় করেন।
আব্দুল মান্নান জানান, কুয়াকাটা মৎস্য বন্দর থেকে মাছটি আনা হয়েছে। শহরে ৮০ কেজি ওজনের মাছের প্রদর্শনীর জন্য মাইকিং করা হয়। মাছটি ৮ ফুট লম্বা ও দেড় ফুট চওড়া। সোমবার সকালে মাছটি কেটে ৪০০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।
তিনি আরও জানান, অনেক আগ্রহী ক্রেতা ইতিমধ্যে অর্ডার দিয়েছেন। এ ছাড়া আরও ৫টি গোলপাতা মাছ আনা হয়েছে। সেগুলোর ওজন ৪০-৫০ কেজি।
আজকের বাজার/একেএ