প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশের ১৯টি জেলার ৭০ উপজেলার চার কোটি মানুষ বাস্তুচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে।
জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য শহিদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের গড় তাপমাত্রা সাম্প্রতিক সময়ে মে মাসে এক ডিগ্রি এবং নভেম্বর মাসে ০.৫ ডিগ্রি বেড়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে গ্রীষ্মকালে সমুদ্রের লবণাক্ত পানি এখন ১০০ কিলোমিটার নদীতে প্রবেশ করছে।
‘গড় বৃষ্টিপাত বেড়েছে। বিশেষ করে অল্প সময়ে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে শহর অঞ্চলে জলাবদ্ধতা দেখা দেয়। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের প্রবণতাও রয়েছে। রুক্ষ সমুদ্র জেলেদের জীবিকার ওপর বিরূপ প্রভাব ফেলেছে,’ বলেন তিনি।
শেখ হাসিনা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশের ভারসাম্যও ক্ষতিগ্রস্থ হয়েছে। ‘এজন্য আমরা অতীতের মতো বিভিন্ন ঋতুতে কোনো ভিন্নতা দেখতে পাই না।’
আজকের বাজার/লুৎফর রহমান