ঝুঁকিপূর্ণ আবহাওয়া: সব ফ্লাইট বন্ধ

ঝুঁকিপূর্ণ আবহাওয়ার করণে সকাল সোয়া এগারটা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের সব ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। আজ সোমবার সিভিল অ্যাভিয়েশনের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কালবৈশাখী ঝড়ের কারণে আপাতত চারটি ফ্লাইটের উঠানামা বিঘ্ন ঘটেছে। তবে আবহাওয়া স্বাভাবিক হলেই আবার এসব ফ্লাইট চালু হবে।

রেজাউল করিম বলেন, সকালে ইউএস বাংলার একটি , রিজেন্ট ইয়ারওয়েজের একটি ও বাংলাদেশ বিমানের দুইটি ফ্লাইট -মোট চারটি ফ্লাইটের মধ্যে ‍তিনটি ঢাকায় অবতরণের কথা ছিল। বাকি একটি উড্ডয়নের সিডিউলে ছিল। কিছু ঝুঁকিপূর্ণ আবহাওয়ার কারণে বাংলাদেশ বিমােনের ফ্লাইট দুটি চট্টগ্রাম অবতরণ করে। এছাড়া রিজেন্ট এয়ারওয়েজ কক্সবাজার থেকে ঢাকায় আসার কথা থাকলেও দ্রুত চট্টগ্রাম অবতরণ করে।

এছাড়া ইউএস বাংলার ফ্লাইট ঢাকা থেকে কলকাতা যাবার কথা থাকলেও তা উড্ডয়নের পরপরই ঢাকায় অবতরন করে।উড়োজাহাজ উঠানামা ছাড়া বিমানবন্দরের বাকি কার্যক্রম স্বাভাবিক আছে বলেও জানান রেজাউল করিম।

এস/