রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য মাইকিং করছে জেলা প্রশাসন। আজ ১৮ জুন রোববার ভোররাত থেকে প্রবল বৃষ্টি শুরু হওয়ায় জেলাটিতে ফের পাহাড়ধসের আতঙ্ক দেখা দিয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ এলাকায় যাতে আবার কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যেতে বলা হচ্ছে।
এদিকে জেলা ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, শহরে ভেদভেদী টিঅ্যান্ডটি, মুসলিমপাড়া বেতারকেন্দ্র এলাকাসহ বিভিন্ন জায়গায় পাহাড়ধসের আশঙ্কায় মাইকিং করা হয়েছে।
উল্লেখ, রাঙামাটিতে গত মঙ্গলবার পাহাড় ধসে ১১৩ জনে মৃত্যু হয়েছে, যার বেশিরভাগই সদর উপজেলায়। এ ছাড়া বাড়িঘর, গাছপালা, ফসল ও গবাদিপশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে ভয়াবহ পাহাড়ধসের পাঁচ দিনেও রাঙামাটি জেলার ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ কোনো তালিকা পাওয়া যায়নি। আবার উপদ্রুত এ এলাকায় ত্রাণ বিতরণের কাজে সমন্বয়হীনতার অভিযোগ উঠেছে।
তবে কর্তৃপক্ষ বলছে, ধসের কারণে ক্ষতির ব্যাপকতা এবং মাঠপর্যায় থেকে তথ্য আসতে দেরির কারণে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা করা সম্ভব হয়নি। ত্রাণ কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটছে না বলেও দাবি প্রশাসনের।
আজকের বাজার:এলকে/এলকে/ ১৮ জুন ২০১৭