বিশ্বের শীর্ষস্থানীয় বৈমানিকদের চমকপ্রদ কর্মযজ্ঞ আর অত্যাধুনিক বিমানের সমারোহে জমজমাট চীনের হেনান প্রদেশের ‘ঝেংজউ এয়ার শো’।
প্রদর্শনীতে অংশ নিয়েছিলেন বিশ্বসেরা ৩ বৈমানিক। প্রদর্শনীতে অংশ নিয়েছে লিথুনিয়া, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ইতালিসহ বিশ্বের অনেক দেশের বৈমানিক।
প্রদর্শনীতে রয়েছে ৮০ ধরনের ২শ’ ৩৩ টি বিমান। ঝেংজউ প্রদেশের শাংজি বিমানবন্দরে চলা এ প্রদর্শনীটি শেষ হবে আজ। এ প্রদর্শনী দেশের এভিয়েশন ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা আয়োজকদের।
এস/