কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত আশুগঞ্জ-সিরাজগঞ্জ ২৩০ কেভি সঞ্চালন লাইনের বিদ্যুৎ আবারও জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে। ভৈরবে ক্ষতিগ্রস্ত টাওয়ারের মেরামত কাজ শেষে ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। দীর্ঘ প্রায় ৫ মাস পর ২নং সার্কিট দিয়ে এ লাইনে বিদ্যুৎ সরবরাহ হল। এর ফলে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহের সমস্যা অনেকাংশে কমে যাবে।
তবে ১নং সার্কিটটি এখনও বন্ধ আছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, এটি চালু হলে জাতীয় গ্রিডে ১ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।
এ প্রসঙ্গে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: সাজ্জাদুর রহমান জানান, ভেঙে যাওয়া টাওয়ারটি মেরামত হওয়ায় আজ দুপুরে ৩ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে অন্য সার্কিট দিয়েও সরবরাহ শুরু করা যাবে।
চলতি বছরের ১লা মে রাতে এক কালবৈশাখীর ঝড়ে ভৈরবের কালিপুর এলাকায় অবস্থিত জাতীয় গ্রিড লাইনের ৪ নং টাওয়ার পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। আশুগঞ্জের চরসোনারামপুর এলাকায় অবস্থিত ৩নং টাওয়ারটিও ক্ষতিগ্রস্ত হয়। এ ২টি টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ায় জাতীয় গ্রিডের উত্তর ও দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে আশুগঞ্জ থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়।
গত ৫ই মে ঠিকাদারী প্রতিষ্ঠান আরাফাত ট্রেডার্স টাওয়ারটি অপসারণের কাজ শুরু করে। টাওয়ারটি পূনঃনির্মাণ ও সঞ্চালন লাইনসহ আনুষঙ্গিক কাজের কার্যাদেশ পায় কোরিয়ান ঠিকাধারী প্রতিষ্ঠান হ্যান্ডব্যাক।
দীর্ঘ প্রায় ৫ মাস কাজ করে টাওয়ারটি মেরামতসহ অন্যান্য কাজ সম্পন্ন করে কোরিয়ান ওই কোম্পানি।
আজকের বাজার : এলকে/এলকে ২৬ সেপ্টেম্বর ২০১৭