ঝড়ের কারণে সৃষ্ট বিদ্যুৎ বিভ্রাটের জন্য সব মোবাইল অপারেটর মিলিয়ে প্রায় ছয় হাজার বিটিএস (বেস ট্রানসিভার স্টেশন) টাওয়ার বন্ধ আছে। এতে ঢাকাসহ আশপাশে নেটওয়ার্কে কিছুটা সমস্যা দেখা দিয়েছে।
সোমবার বেসরকারি বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স কর্মকর্তা তাইমুর রহমান বলেন, তাদের নয় হাজার বিটিএস টাওয়ার রয়েছে। এর মধ্যে রোবারের ঝড়ের কারণে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বাণিজ্যিক লাইন বিকল হয়ে যাওয়ায় ২ হাজার ৩০০ বিটিএস টাওয়ার বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, ‘আমরা জেনারেটরের সহায়তা নেয়ার পরও এখনো ১ হাজার ১০০ টাওয়ার বন্ধ রয়েছে।’
তাইমুর রহমান আরও জানান, ঢাকায় ৫০ শতাংশ এবং আশপাশের কিছু এলাকায় বাংলালিংক নেটওয়ার্কে সমস্যা হচ্ছে।
রবির ভাইস প্রেসিডেন্ট ইকরাম আহমেদ বলেন, ঝড় বা অন্য কোনো দুর্ঘটনায় বিদ্যুৎ লাইনে সমস্যা হলে তারা জেনারেটর দিয়ে যতক্ষণ সম্ভব বিটিএস টাওয়ার সচল রাখেন।
তিনি বলেন, ‘পিডিবির বিদ্যুৎ বন্ধ থাকলে নেটওয়ার্কে সমস্যা হয়। গতকাল থেকে নেটওয়ার্কে কিছু সমস্যা হয়েছে, কিন্তু কতটি নেটওয়ার্ক সাইট বন্ধ আছে তা এ মুহূর্তে সঠিক বলা যাবে না।’
গ্রামীণ ফোনের সাথে যোগাযোগ করা হলে তারাও জানান, ঝড়ের কারণে কিছু কিছু জায়গায় নেটওয়ার্কে সমস্যা হয়েছে।
টেলিটকের উপ-মহাব্যবস্থাপক (রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট) সাইফুর রহমান খান জানিয়েছেন, বিদ্যুৎ বিভ্রাটে ঢাকাসহ সারাদেশে তাদের ২৫০টির মতো বিটিএস টাওয়ার বন্ধ রয়েছে।
আজকের বাজার/এমএইচ