টংগায় অগ্ন্যুৎপাতে এর রাজধানী নকুয়ালোফায় বড় ধরণের ক্ষয়-ক্ষতি হলেও এতে কোন হতাহত হয়নি।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান রোববার এ কথা বলেন।
তিনি আরো জানান, শনিবারের অগ্ন্যুপাতের পর প্রশান্ত মহাসাগরীয় এ দ্বীপের সাথে যোগাযোগ বন্ধ রয়েছে। তার সরকার টংগার রাজধানীতে নিউজিল্যান্ডের হাইকমিশনের সাথে যোগাযোগ করেছে।
নকুয়ালোফোর উত্তরাংশে সুনামির কারণে বড় ধরনের ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, উপকূল থেকে সুনামির তোড়ে বড় বড় পাথর ও নৌকা ভেসে গেছে।
স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, হুংগা টংগা-হাংগা হাপাই আগ্নেয়গিরি থেকে আকাশে ধোঁয়া ও ছাইয়ের উদগীরণ হচ্ছে। ১০ হাজার কিলোমিটার দূর থেকে আগ্নেয়গিরির গর্জন শোনা গেছে।
আর্ডান জানান, ব্যাপক উদগীরণ বন্ধ রয়েছে। তবে আবারো যে শুরু হবে না তা বলা যায় না।