টঙ্গীতে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই গুদাম ও মুদি দোকান

ফাইল ছবি

টঙ্গীতে পৃথক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে চারটি ঝুটের গুদাম ও একটি মুদি দোকান।

রোববার রাতে টঙ্গী তিস্তার গেই ও পাগার এলাকায় পৃথক এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, স্থানীয় পাগার এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ফকির মার্কেটের মুদির দোকানে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসকর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

টঙ্গী ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আতিকুর রহমান সাংবাদিকদের জানান, প্রথমে টঙ্গী তিস্তার গেট এলাকায় কাগজের গুদামে আগুন লাগে। পরে তা পাশের বস্তা ও ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আরএম/