টঙ্গীতে খাবার তৈরির কারখানায় আগুন

গাজীপুরের টঙ্গীতে একটি খাবার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ জুলাই) ভোরে টঙ্গীর শাপলা ফুড নামের একটি কারখানায় এ আগুন লাগে। এরপর দুই ঘন্টায় ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কারখানাটিতে বিস্কুট, চানাচুর ও চকলেটসহ বিভিন্ন ধরনের বেকারি খাবার তৈরি করা হয়।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগে। খবর পেয়ে তাদের ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে যায়। প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় মটর, ছোলা ভাজা, চানাচুর, বিস্কুট, চকলেট এবং চুলা ও মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

আরএম/