গাজীপুরের টঙ্গীতে শনিবার দিবাগত রাতে চোর সন্দেহে এক যুবককে ‘পিটিয়ে হত্যা’ করেছে উত্তেজিত জনতা।
নিহত সেলিম এরশাদনগরের ৪ নম্বর ব্লকের বাসিন্দা।
টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মেজবাহউদ্দিন জানান, শনিবার রাত ২টার দিকে সেলিম ব্লক-৮ নম্বর ব্লক এলাকায় আব্দুল করিমের বাড়িতে যায়। এসময় বাড়ির লোকজন ডাকাডাকি শুরু করলে প্রতিবেশীরা সেখানে জড়ো হয়ে সেলিমকে চোর সন্দেহে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
এসআই জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তবে নিহতের স্বজনদের দাবি, সেলিম কখনই চুরির সঙ্গে জড়িত ছিল না।