টঙ্গীতে ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ২

গাজীপুরের টঙ্গীতে কালিগঞ্জ সড়কের শীলমুন এলাকায় বৃহস্পতিবার ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে গাজীপুরের টঙ্গী কালিগঞ্জ সড়কের শীলমুন এলাকায় টঙ্গীগামী একটি লেগুনার সাথে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনার একজন ও হাসপাতালে নেয়ার পর আরেক যাত্রী মারা যায়। এছাড়া আহত হয় অন্তত আটজন।

ওসি বলেন, আহতদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজকের বাজার/এমএইচ