গাজীপুরের টঙ্গীতে কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে।এ ঘটনায় চার জন মারা গেছেন।এছাড়া অন্তত ১৫ জন আহত হয়েছেন।
রবিবার দুপুরে জামালপুর থেকে আসা ওই ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হলে এ দুর্ঘটনা ঘটে।এ দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, ‘জামালপুর থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হলে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন’।
আজকের বাজার/আরজেড