গাজীপুরের টঙ্গী তুরাগ নদীর তীরে রবিবার সকাল থেকে সাদ অনুসারীদের দুই দিনব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হয়েছে।
সকাল থেকে ইজতেমায় ময়দানে ভারতের মাওলানা ইকবাল হাফিজ বয়ান করছেন। আর তা বাংলায় তর্জমা করেন কাকরাইল মসজিদের মাওলানা আব্দুল্লাহ। তবে সকাল ৭টার দিকে মুসল্লিরা মাঠে প্রবেশ করার পরেই হঠাৎ বৃষ্টিতে দুর্ভোগে পড়েন।
এদিকে ইজতেমার শীর্ষ মুরুব্বিরা আখেরি মোনাজাত ও আম বায়নের বক্তা নির্ধারণে এক বৈঠকে মিলিত হবেন বলে জানা গেছে।
ইজতেমার মুরুব্বি আশরাফ আলী জানান, সিদ্ধান্ত অনুযায়ী ওয়াসেকুল ইসলামের অনুসারী তাবলীগ জামাতের মুসল্লিরা ভোর থেকে তাদের মালপত্র নিয়ে ইজতেমা ময়দানে প্রবেশ করেন। তারা ময়দানের ৮৪টি খিত্তায় বিভক্ত হয়ে মাঠে অবস্থান নিয়েছেন। ফজরের নামাজের পর থেকে বয়ান করছেন ভারতের মাওলানা ইকবাল হাফিজ।
এবার ৪ দিনব্যাপী ইজতেমার প্রথম দুইদিন জোবায়ের অনুসারীরা ইজতেমায় অংশ নেন। শনিবার আখেরী মোনাজারে মধ্য দিয়ে শেষ হয় তাদের ইজতেমা। প্রশাসনের নির্দেশনায় শনিবার রাত ৯টার মধ্যেই জোবায়ের অনুসারীরা মাঠ ত্যাগ করেন। তারপর থেকে মাঠের নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলা বাহিনী।
অন্যদিকে সাদ অনুসারীদের সকাল ৭টায় মাঠে প্রবেশের কথা থাকলেও ভোর থেকেই তারা মাঠে প্রবেশ করেন। ইতোমধ্যেই ইজতেমা ময়দানে লাখো মুসল্লি অবস্থান নিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষায় ইজতেমা ময়দানে প্রায় ১৬ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করে যাচ্ছে।