নতুন ম্যানেজার হোসে মরিনহোর অধীনে জিতেই চলেছে টটেনহ্যাম। ওয়েস্ট হামের পর বোর্নমাউথকেও ৩-২ গোলে হারিয়েছে স্পার্সরা।
শনিবার (৩০ নভেম্বর) ইংলিশ তারকা ডেলে আলির জোড়া গোলে নিজ মাঠে বোর্নমাউথের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে টটেনহ্যাম। ২১ ও ৫০তম মিনিটে গোল পান ডেলে আলি। ৬৯তম মিনিটে তৃতীয় গোলটি এসেছে মুসা সিসিকোর থেকে। শেষদিকে দুই গোল শোধ দিলেও ম্যাচ বাঁচাতে পারেনি বোর্নমাউথ।
মরিনহোর অধীনে ৩ ম্যাচে ১০ গোল করলেও ৬ গোল হজম করেছে টটেনহ্যাম। রক্ষণ নিয়েই তাই হয়তো ভাবতে হবে মরিনহোকে। মাত্র দুই ম্যাচের ব্যবধানে ১৩ থেকে স্পার্সকে প্রিমিয়ার লিগ টেবিলের ৫-এ নিয়ে এসেছেন ‘দ্য স্পেশাল ওয়ান’।
টটেনহ্যাম পারলেও প্রিমিয়ার লিগের আরেক জায়ান্ট চেলসি হেরে বসেছে নিজ মাঠে। ৪৮তম মিনিটে অ্যারন ক্রস ওয়েলের গোলে স্টামফোর্ড ব্রিজ থেকে ৩ পয়েন্ট নিয়ে গেছে টেবিলের ১৩ নম্বরে থাকা ওয়েস্ট হ্যাম। ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে ব্লুজরা।
আজকের বাজার/আরিফ