এবার টটেনহ্যাম হটস্পারের কাছে পরাজিত হয়ে রিয়াল মাদ্রিদের প্রাক-মৌসুম ব্যর্থতার আরেকটি অধ্যায় রচিত হলো। মঙ্গলবার মিউনিখে আলিয়াঁজ এরিনাতে স্পারসদের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে জিনেদিন জিদানের দল।
ম্যাচ শেষে জার্মান টেলিভিশিনে রিয়াল মিডফিল্ডার টনি ক্রুস নিজেও ব্যর্থতা স্বীকার করে নিয়ে বলেছেন, ‘আমাদের এই জয়টা প্রাপ্য ছিল। এটা সত্যি যে আমরা মোটেই ছন্দে নেই।’
ম্যাচের ২২ মিনিটে মার্সেলোর একটি ভুল পাসে হ্যারি কেন বল পেয়ে সুযোগটি কাজে লাগালে এগিয়ে যায় টটেনহ্যাম। শেষ পর্যন্ত ঐ গোলেই স্পারসদের জয় নিশ্চিত হয়।
আজকের বাজার/লুৎফর রহমান