প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে টটেনহ্যাম। রোববার সিটিকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক টটেনহ্যাম। এই জয়ে লিগ টেবিলের পাঁচে উঠে এসেছে জোসে মরিনিয়োর দল।
ম্যাচের ৩৬তম মিনিটে আগুয়েরো ডি-বক্সে ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে জার্মান মিডফিল্ডার ইলকাই গিনদোয়ানের শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন টটেনহ্যাম গোলরক্ষক উগো লরিস।
দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে সিটির পাল্টা আক্রমণ রুখতে পোস্ট ছেড়ে এগিয়ে যান লরিস। সেই সুযোগে আগুয়েরোর নেয়া শট গোললাইন থেকে ফেরান বেলজিয়ান ডিফেন্ডার টবি আল্ডারভাইরেল্ড। ফিরতি বল পেয়ে উড়িয়ে মারেন গিনদোয়ান, তখনো গোলরক্ষক পোস্ট থেকে অনেক দূরে।
৬০তম মিনিটে বড় ধাক্কা খায় সিটি। প্রতিপক্ষের হ্যারি উইঙ্কসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ইউক্রেনের ডিফেন্ডার ওলেকসান্দের জিনচেঙ্কো। প্রতিপক্ষে এক জন কমে যাওয়ার সুযোগ দারুণভাবে কাজে লাগায় টটেনহ্যাম। আট মিনিটের ব্যবধানে দুবার জালে বল পাঠিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে নেয় তারা।
৬৩তম মিনিটে লুকাস মৌরার একটু উঁচু করে বাড়ানো বল ডি-বক্সে বুক দিয়ে নামিয়ে ডান পায়ের দারুণ ভলিতে ঠিকানা খুঁজে নেন ডাচ ফরোয়ার্ড স্টিভেন বেহরভেন। পিছিয়ে পড়ার ধাক্কা কাটিয়ে ওঠার আগেই দ্বিতীয় গোল হজম করে সিটি। ৭১তম মিনিটে দক্ষিণ কোরিয়ার ফরোয়ার্ড সন হিউং মিনের শট ডিফেন্ডার ফের্নান্দিনিয়োর পায়ে লেগে জালে জড়ায়।
শেষ দিকে গোল পেতে মরিয়া সিটি চাপ ধরে রাখলেও তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। ফলে আসরে ষষ্ঠবার হারের তেতো স্বাদ নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
২৫ ম্যাচে ২৪ জয় ও এক ড্রয়ে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। ১৬ জয় ও তিন ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে পেপ গুয়ার্দিওলার সিটি। তৃতীয় স্থানে থাকা লেস্টার সিটির পয়েন্ট ৪৯। ৮ পয়েন্ট কম নিয়ে চারে আছে চেলসি।
পাঁচে উঠে আসা টটেনহ্যামের পয়েন্ট ৩৭। ৩৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে নেমে গেছে শেফিল্ড ইউনাইটেড। ম্যানচেস্টার ইউনাইটেড ৩৫ পয়েন্ট নিয়ে নেমেছে সাতে।
আজকের বাজার/আরিফ