ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ১০ পয়সা বা ৯.২৯ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আজ কোম্পানিটি সর্বশেষ ২৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪৮৭ বারে ১১ লাখ ৫১ হাজার ১৭৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৭৩ লাখ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা ৭.৯৪ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৪ টাকা দরে লেনদেন হয়।
কোম্পানিটি এক হাজার ৪৬১ বারে ১৩ লাখ ৯৪ হাজার ৯৯৩টি শেয়ার লেনদেন করে।
এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইনটেক লিমিটেড।
আজ কোম্পানিটি দর বেড়েছে ১ টাকা ৯০ পয়সা বা ৫.৯৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
কোম্পানিটি ৮০৮ বারে ৫ লাখ ৬০ হাজার ৯৩৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৮৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আনলিমা ইয়ার্ণ, সিলকো ফার্মা, বসুন্ধরা পেপার মিল, ঢাকা ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, বিডি ল্যাম্পস ও গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড।