ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষ ১০ কোম্পানির তালিকায় আধিপত্য বিস্তার করেছে বিমা খাতের কোম্পানি। এদিন গেইনার তালিকার ১০টির মধ্যে ৭টিই রয়েছে বিমা কোম্পানি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, আজ টপটেন গেইনারের শীর্ষে রয়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। এদিন শেয়ারটির দর ২ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৮৮ শতাংশ বেড়েছে। শেয়ারটি আজ সর্বশেষ ২৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৬৮৬ বারে ১০ লাখ ১০ হাজার ১৩০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ছিল ২ কোটি ৬৩ লাখ টাকা।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে বিমা খাতের আরেক কোম্পানি পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৩০ পয়সা বা ৭ দশমিক ৩৯ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ১৮ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৭০৩ বারে ১৩ লাখ ১০ হাজার ২১৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৪৩ লাখ টাকা।
তালিকার চতুর্থ স্থানে থাকা প্রভাতি ইন্স্যুরেন্সের ১ টাকা ৪০ পয়সা বা ৭ দশমিক ২৯ শতাংশ দর বেড়েছে। গেইনার তালিকায় থাকা বিমা খাতের অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স ও সোনারবাংলা ইন্স্যুরেন্স।