টপটেন গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন গেইনার তালিকায় আধিপত্য বিস্তার করেছে মিউচ্যুয়াল ফান্ড। আজ তালিকার ১০ কোম্পানির ৭টিই মিউচ্যুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সোমবার এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড ৭০ পয়সা বা ৯ দশমিক ৪৬ শতাংশ দর বেড়ে তালিকার শীর্ষে রয়েছে।

আজ ফান্ডটি সর্বশেষ ৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন ফান্ডটি ৭৯৯  বারে ৪৬ লাখ ২০ হাজার ৭৮৭টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৬৪ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড। আজ ফান্ডটির ইউনিট দর বেড়েছে ৬০ পয়সা বা  ৮ শতাংশ।

আজ ফান্ডটি সর্বশেষ ৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।  ফান্ডটি ৩২৫ বারে  ১৯ লাখ ৪২ হাজার  ৬০৪টি ইউনিট লেনদেন করে।

তালিকার তৃতীয় স্থানে থাকা ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ২০ পয়সা বা  ৩ দশমিক ২৮ শতাংশ দর বেড়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, নর্দার্ণ ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ওয়াটা কেমিক্যাল ও ট্রাস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান।

আরএম/