টপটেন লুজারের শীর্ষে ইমাম বাটন

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৬ দশমিক ৯২ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, গড়ে প্রতিদিন কোম্পানিটির ২৫ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ৬ দশমিক ৮৪ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ৬ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ৬ দশমিক ১৯ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ৭ লাখ ৪৪ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে নর্দার্ণ জুটের ৫.৫১ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্স ৫.৪৬ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ৫.১৬ শতাংশ, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স ৪. ৯৬ শতাংশ, লংকাবাংলা ৪.৯০ শতাংশ, আইডিএলসি ফিন্যান্স ৪.৪৩ শতাংশ ও ইস্টার্ণ লুব্রিকেন্টস ৪.৩৮ শতাংশ দর কমেছে।