টপটেন লুজারের শীর্ষে এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। আলোচ্য সপ্তাহে ফান্ডটির ইউনিট দর কমেছে ১২ দশমিক ৯০ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির গড়ে প্রতিদিন  ৬ লাখ ২৭  হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে ফান্ডটির মোট ৩১ লাখ ৩৬ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১১ দশমিক ২২ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ১৭ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট  ৮৫ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১০ দশমিক ৬১ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ৯ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৪৬  লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনারগাঁও টেক্সটাইলের ৯.৯২ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৭.৬০ শতাংশ, মেঘনা পেটের ৬.৯৪ শতাংশ, বেক্সিমকো সিনথেটিকসের ৬.৭৭ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানির ৫.৯৭ শতাংশ, ইসলামি ইন্স্যুরেন্সের ৫.৯৬ শতাংশ ও শ্যামপুর সুগার মিলসের ৫.৮৩ শতাংশ দর কমেছে।

আরএম/