বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে শ্যামপুর সুগার মিলস। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ১৩ দশমিক ৯৩ শতাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির গড়ে প্রতিদিন ৮ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৪১ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১২ দশমিক ৯৩ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ৫ কোটি ৪৬ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ২৭ কোটি ৩৩ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে জাহিন স্পিনিং মিলস লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১২ দশমিক ২১ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় এক কোটি ৬২ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৮ কোটি ১৩ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রিলায়েন্স ইন্স্যুরেন্সের ১১.২৩ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ১০.৪৪ শতাংশ, রহিম টেক্সটাইল মিলসের ৯.৮৮ শতাংশ, ফার্স্ট ফিন্যান্সের ৯.৬৫ শতাংশ, মুন্নু সিরামিকের ৯.৩০ শতাংশ, বাংলাদেশ ল্যাম্পসের ৮.৮২ শতাংশ ও মুন্নু জুটের ৮.৫৯ শতাংশ দর কমেছে।
আরএম/