বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকায় ওঠে এসেছে সাভার রিফ্যাক্ট্ররিজ লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ২১ দশমিক ১ শতাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, গড়ে প্রতিদিন কোম্পানিটির ৪ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১৮ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৪ দশমিক ৫৯ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ৬ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ২৭ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৩ দশমিক ৪৩ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় এক কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৬ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এইচ আর টেক্সটাইল, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, ইমাম বাটন, এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড, গ্রীনডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস ও তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।