বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষ দশ দরপতনের তালিকায় উঠে এসেছে আর্থিক খাতের ৬ কোম্পানি। এর মধ্যে শীর্ষে অবস্থান করছে মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৪ দশমিক ০৯ শতাংশ।
ডিএসই সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৭৩ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ২ কোটি ৯৫ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার দর ৯ দশমিক ৭০ শতাংশ কমেছে। এ সময়ে গড়ে প্রতিদিন কোম্পানিটির ৯৪ লাখ ৮২ হাজার ৭৫০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৩ কোটি ৭৯ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের শেয়ার দর কমেছে ৯ দশমিক ০৯ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৯ কোটি ৬৩ লাখ ৮১ হাজার ২৫০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৩৮ কোটি ৫৫ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় থাকা অন্য ৩টি কোম্পানি হচ্ছে- ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৭ দশমিক ২২ শতাংশ, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৭ দশমিক ২২ শতাংশ এবং বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৬ দশমিক ২৮ শতাংশ হরে শেয়ার দর কমেছে।
আজকের বাজার:এলকে/এলকে/১৩ মে,২০১৭