ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন লুজার বা দর কমার তালিকায় আধিপত্য বিস্তার করেছে বিমা খাতের কোম্পানি। তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৯টিই বিমা কোম্পানি।
আজ তালিকার শীর্ষে রয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৮০ পয়সা বা ৯.৯০ শতাংশ কমেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৪ টাকা ৬০ পয়সা বেচাকেনা হয়েছে। ৮৫৫ বারে কোম্পানির ৯ লাখ ২২ হাজার ৩৫৭টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৩ কোটি ২৭ লাখ টাকা।
লুজারের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ২ টাকা ১০ পয়সা বা ৮.৭৫ শতাংশ কমেছে। কোম্পানিটি সর্বশেষ ২১ টাকা ৯০ পয়সা বেচাকেনা হয়েছে। ১৫২ বারে কোম্পানির ২ লাখ ৬ হাজার ২৬৭টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৪৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইসলামী ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, পাইনিয়র ইন্স্যুরেন্স, ফারইস্ট ফিন্যান্স, সানলাইফ ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স ও ফনিক্স ইন্স্যুরেন্স লিমিটেড।