আবারো আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। চলচ্চিত্রে অভিনয় নিয়ে হলে না হয় কথা ছিল। কিন্তু সে তো পরের কথা। এর আগেই আলোচনার কারণ হলো চলচ্চিত্রের পোস্টার। কারণ ওই পোস্টারে ‘টপলেস’ হয়ে পোজ দিয়েছেন বলিউডের ‘কুইন’।
টাইমস নাও এক প্রতিবেদনে জানায়, চক্ষু ছানাবড়া করে দেওয়া এই পোজটি তিনি দিয়েছেন ‘মেন্টাল হ্যায় কেয়া’র পোস্টারে। ওই পোস্টার দেখে ইতোমধ্যেই ধামাকা শুরু হয়েছে হাজারো তরুণের মনে।
ছবিতে টপলেস কঙ্গনা জিভ বের করে তাতে একটি জলন্ত সিগারেট ছুঁইয়ে রেখেছেন। নতুন পোস্টারে আরো দেখা যাচ্ছে রাজকুমার রাওকে। তার হাতেও সিগারেট, সেটা কপালে ছোঁয়াতে দেখা যাচ্ছে তাকে। কঙ্গনা আর রাজকুমার রাওয়ের ওই পোস্টার প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর আলোচনা।
‘মেন্টাল হ্যায় কেয়া’র পোস্টার নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন একতা কাপুর। এর পরপরই একতার ওই ছবির পোস্টারটি ভাইরাল হয়ে যায়।
আজকেরবাজার/এসকে