যুক্তরাষ্ট্রের অস্কার বিজয়ী অভিনেতা টম হ্যাঙ্কস এবং তার স্ত্রী রিটা উইলসন অস্ট্রেলিয়ায় এক ফ্লিম প্রজেক্টে এসে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। কুইন্সল্যান্ড রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, হ্যাঙ্কস এবং রিটা উভয়ের বয়স ৬৩ বছর, করোনাভাইরাস সনাক্ত হওয়ার পরে গোল্ড কোস্টের এক হাসপাতালে তাদের আইসোলেশনে রাখা হয়েছে।
হ্যাঙ্কস ইনস্টগ্রামে এক পোস্টে জানিয়েছেন,আমি এবং রিটা অস্ট্রেলিয়ায় অসুস্থ হয়ে পড়েছি, ঠান্ডারজনিত অসুস্থতার মতো ক্লান্তি এবং শরীরে ব্যথা অনুভব করছি। আমাদের টেস্টে করোনা সনাক্ত হয়েছে। এরআগে তিনি বলেছেন,আমার টাইপ-২ ডায়াবেটিকস রয়েছে, করোনা আক্রান্তের জন্য এটা ঝুঁকিপূর্ণ। অস্ট্রেলিয়ায় ১৩০ জনের বেশী করোনা আক্রান্ত হয়েছে এবং এ পর্যন্ত ৩জন মারা গেছে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান