টরন্টো ডিসট্রিক্ট স্কুল বোর্ডের সেরা ৪ শিক্ষার্থীর মধ্যে একজন হলেন বাংলাদেশি মেয়ে মির্জা নাহিয়ান। গড়ে ৯৯ থেকে ৯৯.৩ শতাংশ নম্বর পেয়ে শীর্ষ শিক্ষার্থী হয়েছেন তিনি। এ বছর স্কারবোরোস্থ সিডার ব্রে কলেজিয়েট স্কুল থেকে গ্রেড টুয়েলভ শেষ করেছে মীর্জা নাহিয়ান।
কানাডার স্থানীয় একটি পত্রিকা ২০ জুলাই সেরা শিক্ষার্থীদের নিয়ে একটি সংবাদ প্রচার করে। নাহিয়ান ছাড়া বাকি ৩ সেরা শিক্ষার্থী হলো- ইথান ম্যাকটাভিস, লওরিন টালবোট এবং বাসিল মোন্টাগনিস।
উল্লেখ্য, ইতোমধ্যেই নাহিয়ানকে টরন্টো বিশ্ববিদ্যালয় অফ টরন্টো ১০ হাজার ডলারের 'ডিন'স এওয়ার্ড' ঘোষণা করেছে। এছাড়া সম্মানজনক 'শুলিচ লিডার স্কলারশিপ'-এর বাছাই পর্বে মনোনয়ন লাভ করেছে নাহিয়ান।
মির্জা নাহিয়ান তার ভালো ফলাফলের জন্য বাবা-মা’র অবদানের কথা উল্লেখ করেন। তার যন্ত্রপ্রকৌশলী বাবা মির্জা মোফাখখারুল হোসেন সোহাগ, মা স্কুলশিক্ষিকা নাসরীন সুলতানা।
মির্জা নাহিয়ানের পৈত্রিক নিবাস কিশোরগঞ্জ জেলার হোসেনপুর গ্রামে হলেও বাবার চাকরিসূত্রে তার জন্ম জেমস ফিনলের শ্রীমঙ্গলের আমরাঈল চাবাগানে।
২০০৫ সাল থেকে তারা কানাডায় অভিবাসী ।
এসএম/