মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, তিনি এ সপ্তাহের শেষের দিকে আলাবামা সফরে যাবেন।
হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি আগামী শুক্রবার আলাবামায় যাচ্ছি। সেখানে একটি শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে। তবে অঙ্গরাজ্যটিতে প্রচুর ভাল কাজ হচ্ছে।’
রোববার আলাবামা অঙ্গরাজ্যে টর্নেডো আঘাত হানে। এতে সেখানের মাইলের পর মাইল এলাকা একবারে লন্ডভন্ড হয়ে যায়। সেখানে টর্নেডোর আঘাতে কমপক্ষে ২৩ জন প্রাণ হারিয়েছে এবং এ প্রাকৃতিক দুর্যোগে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় এ রাজ্যের বিস্তৃত এলাকার ব্যাপক ক্ষতি হয়েছে।
প্রচন্ড ঝড়ের আঘাতে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং গাছ-পালা উপড়ে যায়।
এরআগে ট্রাম্প টুইটারে দেয়া এক বার্তায় আলাবামাকে জরুরি ভিত্তিতে সাহায্য করতে কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাকে নির্দেশ দিয়েছিলেন। তথ্য-বাসস
আজকের বাজার/এমএইচ