সিলেট পর্ব শেষে দুই দিন বিরতির পর আবারো শুরু হলো বঙ্গবন্ধু বিপিএলের ঢাকা পর্বের লড়াই। দিনের প্রথম ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি সিলেট থান্ডার ও কুমিল্লা ওয়ারিয়র্স। টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে কুমিল্লা।
স্ত্রীর অসুস্থতার কারণে টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরে গিয়েছিলেন কুমিল্লার অধিনায়ক ডেভিড মালান। তবে আজকের ম্যাচ দিয়ে তিনি আবারো ফিরেছেন কুমিল্লার জার্সিতে।
ম্যাচটি শুরু হবে ১টা ৩০ মিনিটে। সরাসরি দেখা যাবে জিটিভি ও মাছরাঙা টিভিতে।
বিপিএলের চলতি আসরে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামছে সিলেট। এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলে জয়ের দেখা পেয়েছে মাত্র একবার। ১১ ম্যাচে মাত্র ২ পয়েন্ট পাওয়া সিলেট প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত করেছে। দুঃস্বপ্নের বিপিএলের শেষটা অন্তত জয় দিয়ে রাঙাতে চায় তারা।
অপরদিকে ৯টি ম্যাচ খেলেছে কুমিল্লা। জয় পেয়েছে ৪টি, আর হার ৫টিতে। ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে তারা। প্লে-অফে খেলা তাদের জন্য দুষ্কর হলেও অসম্ভব নয়। আজকের ম্যাচ সহ হাতে আছে তিনটি ম্যাচ। শেষ চার নিশ্চিত করতে হলে তাদের হারা যাবে না কোনো ম্যাচ। সে লক্ষ্য নিয়েই মাঠে নামছে সৌম্য সরকাররা।
আজকের বাজার/আরিফ