বঙ্গবন্ধু বিপিএলের ২৭তম ম্যাচে মুখোমুখি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন কুমিল্লার অধিনায়ক ডেভিড মালান। দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখাবে মাছরাঙা ও গাজী টিভি।
বিপিএলের চলতি আসরে এখন পর্যন্ত সফলতম দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে চট্টলার দলটি। এ ম্যাচে জয় পেলেই প্লে-অফ একরকম নিশ্চিত হয়ে যাবে চট্টগ্রামের।
অপরদিকে, প্লে-অফের দৌঁড়ে টিকে থাকতে হলে হারা যাবে না কুমিল্লার। আসরে সাত ম্যাচে মাত্র দুই জয় তাদের। ৪ পয়েন্ট নিয়ে রংপুর রেঞ্জার্সের সঙ্গে যৌথভাবে পাঁচে আছে কুমিল্লা।
আজকের বাজার/আরিফ