চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে শুক্রবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
এদিকে শেষ ওয়ানডেতে বিশ্রাম দেয়া হয়েছে পেসার মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজকে। বাদ পড়েছেন ফজলে মাহমুদ রাব্বি।
অন্যদিকে আজকের ম্যাচে অভিষেক হয়েছে আরিফুল হকের। দলে ফিরেছেন সৌম্য সরকার ও আবু হায়দার রনি।
এর আগে প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে যথাক্রমে ২৮ রান ও সাত উইকেটের ব্যবধানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় করেছে মাশরাফি বাহিনী।
শেষ ওয়ানডেতে জিতলেই ১৬টি ওয়ানডে সিরিজের মধ্যে চতুর্থবারের মতো জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করবে টাইগাররা।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, রনি, মোহাম্মদ সাইফউদ্দীন, মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম এবং আরিফুল হক।
জিম্বাবুয়ে একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা, সিফাস জুওয়াও, এল্টন চিগুম্বুরা, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, ডোনাল্ড টিরিপানো, রিচার্ড এনগারাভ, কাইল জার্ভিস এবং ওয়েলিংটন মাসাকাদজা।
আজকের বাজার/এমএইচ