এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের লক্ষে জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
বুধবার (২৪ অক্টোবর) বেলা ২টা ৩০ মিনিটে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে টাইগারদের সিরিজ জয় বা জিম্বাবুয়ের সিরিজে টিকে থাকার লড়াই শুরু হয়।
চট্টগ্রামে শরতের এ সময়ে রাতে শিশির পড়ায় বল গ্রিপিংয়ে সমস্যায় পড়তে হবে বোলারদের। ফলে আগে বোলিংয়ের ফায়দা উঠাতে টসে জেতা দল ফিল্ডিংয়ে যাবে, সেটা অনুমিতই ছিল। অধিনায়ক মাশরাফিকে তাই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে বেগ পেতে হয়নি।
তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ার উইনিং কম্বিশন ধরে রাখতে এ ম্যাচে বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি।
মিরপুরে প্রথম ম্যাচে অভিষিক্ত খেলোয়ার ফজলে মাহমুদ রাব্বি শূন্য রানে আউট হয়ে গেলেও এ ম্যাচে তাকে আবারো সুযোগ দেয়া হয়েছে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, ফজলে মাহমুদ রাব্বি, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দীন, মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।
অপরদিকে আগের ম্যাচে হারা জিম্বাবুয়েকে সিরিজে টিকে থাকতে আজকে জয়ের বিকল্প নেই।তাদের একাদশে আনা হয়েছে একটি পরিবর্তন। বাঁহাতি ব্যাটসম্যান ক্রেইগ আরভিনের স্থানে নেয়া হয়েছে এল্টন চিগুম্বুরাকে।
জিম্বাবুয়ে একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা, সিফাস জুওয়াও, এল্টন চিগুম্বুরা, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, ডোনাল্ড টিরিপানো, ব্র্যান্ডন মাভুটা, কাইল জার্ভিস এবং তেন্ডাই চাতারা।
এক সময় জিম্বাবুয়ে-কেনিয়ার বিপক্ষে ধুঁকতে থাকা বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ অনুষ্ঠিত ১১টি ম্যাচের প্রত্যেকটিতে জয় পেয়েছে। মাশরাফি মতূর্জার দলের সামনে তাই টানা তৃতীয় সিরিজ জয়ের হাতছানি।
আজকের বাজার/এমএইচ