টসে জিতে ফিল্ডিংয়ে রাজশাহী

চট্টগ্রাম পর্বের শেষ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি কুমিল্লা ওয়ারিয়র্স ও রাজশাহী রয়্যালস। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। এ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী রয়্যালসের অধিনায়ক আন্দ্রে রাসেল।

পয়েন্ট টেবিলের তিনে অবস্থান করছে রাজশাহী। চার ম্যাচ খেলে তিন জয় তুলে নিয়েছে আন্দ্রে রাসেলের দল। রান রেটেও বেশ সুবিধাজনক অবস্থানে তারা। এ ম্যাচে জয় পেলে ঢাকাকে টপকে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে আসবে তারা।

এদিকে শুরুটা ভালো হলেও শেষ দুই ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে কুমিল্লা। পাঁচ ম্যাচে দুই জয়ে পয়েন্ট টেবিলের পাঁচে দাসুন শানাকার দল। এ ম্যাচ জিতলে টেবিলের চারে ওঠার সুযোগ পাবে তারা।

রাজশাহী রয়্যালস সম্ভাব্য একাদশ: লিটন দাস, আফিফ হোসেন, শোয়েব মালিক, অলোক কাপালী, রবি বোপারা, আন্দ্রে রাসেল, ফরহাদ রেজা, আবু জায়েদ, নাহিদুল ইসলাম, মোহাম্মদ ইরফান ও কামরুল ইসলাম।

কুমিল্লা ওয়ারিয়র্স সম্ভাব্য একাদশ: দাসুন শানাকা, ডেভিড মালান, মুজিব-উর-রহমান, ভানুকা রাজাপাকসে, সৌম্য সরকার, আল আমিন হোসেন, ইয়াসির আলি, সাব্বির রহমান, রবিউল ইসলাম রবি, মাহিদুল ইসলাম অঙ্কন ও সুমন খান।

আজকের বাজার/আরিফ