নারী এশিয়া কাপের ফাইনালে মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভাল মাঠে টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন।
গ্রুপপর্বে পাকিস্তান, ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নারী এশিয়া কাপের ফাইনালে এসেছে বাংলাদেশ। এ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি লড়বেন ভারত।
গ্রুপপর্বে বাংলাদেশের নারী ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো ভারতকে হারানোর কৃতিত্ব দেখায় বাংলাদেশের মেয়েরা। আবারো সেই ভারতকেই পেয়েছে ফাইনালে। আরো একবার শক্তিশালী ভারতকে হারিয়ে দিতে পারলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে সালমা-রুমানারা।
এই ম্যাচের আগে ৯টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে ভারত-বাংলাদেশ। তার মধ্যে ভারত জিতেছে ৮টিতে। আর বাংলাদেশ ১টিতে।
আাজকের বাজার/ এমএইচ